বিক্ষোভে উত্তাল ইসলামী ব্যাংক, গুলির অভিযোগ

ইসলামী ব্যাংকে বিক্ষোভ চলছে
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থমথমে পরিস্থিতি। ছবিটি আজ রোববার দুপুর একটার দিকে তোলা। ছবি: পলাশ খান/স্টার

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ আজও অব্যাহত আছে। আজ রোববার সকালে ব্যাংকটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন সহযোগীদের নিয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে কয়েকজন বিক্ষোভকারী তাদের বাধা দেয়।

তখন এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তা ও কয়েক বছর ধরে সুবিধা বঞ্চিত কর্মকর্তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় শটগান দিয়ে পাঁচজনকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেন একজন বিক্ষোভকারী।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের পরদিনই ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়

গত ১৫ বছর ধরে ব্যাংকের সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে আন্দোলন শুরু করেন একদল কর্মকর্তা-কর্মচারী।

তারা গত সপ্তাহ থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

অন্যদিকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে।

শেখ হাসিনার পদত্যাগের পর ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা, খেলাপি ঋণ ও সুশাসন নিয়ে আরও কয়েকটি ব্যাংকে বিক্ষোভ হয়েছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

2h ago