ইসিতে নিবন্ধন পেল গণঅধিকার পরিষদ

নির্বাচন পর্যবেক্ষণ
নির্বাচন কমিশনের লোগো | সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ। দলটির নির্বাচনী প্রতীক 'ট্রাক'।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম দ্য ডেইলি স্টারকে বলেন, দলটি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সমস্ত মানদণ্ড পূরণ করেছে, তাই তাদের নিবন্ধন দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদ বাংলাদেশের ৫১তম রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল।

এর আগে গত ২১ আগস্ট জাতীয় মসজিদে জামায়াতে ইসলামীর সাবেক নেতাদের প্রতিষ্ঠিত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিবন্ধন পায়।

Comments

The Daily Star  | English

Air purifiers for Dhaka: hope or hype?

DNCC to set up 25-30 such industrial devices in public places to curb pollution; experts skeptical

18h ago