চূড়ান্ত হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি

Australia Team
ছবি: আইসিসি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের (২০২৩-২৫) ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসের নাম ঘোষণা করা হয়েছিল আগেই। এবার চূড়ান্ত হলো দিনক্ষণ। আগামী বছরের ১১ জুন শুরু হবে প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার নিশ্চিত করেছে ফাইনালের সূচি। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল চলবে ২০২৫ সালের ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। প্রয়োজন পড়লে ১৬ জুন একটি রিজার্ভ ডেও রাখা হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ৯ ম্যাচ খেলে শতকরা ৬৮.৫২ ভাগ পয়েন্ট অর্জন করেছে তারা। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ১২ ম্যাচ খেলে পেয়েছে ৬২.৫০ শতাংশ পয়েন্ট। ফাইনালে ওঠার লড়াইয়ে এই দুই দল রয়েছে এগিয়ে।

তিনে আছে নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। তারা ৬ ম্যাচে পেয়েছে শতকরা ৪৫.৮৩ ভাগ পয়েন্ট। পাঁচে থাকা ফাইনালের আয়োজক ইংল্যান্ডের নামের পাশে ১৫ ম্যাচে রয়েছে ৪৫ শতাংশ পয়েন্ট।

শেষ চারটি স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৬ ম্যাচে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট), শ্রীলঙ্কা (৬ ম্যাচে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট), পাকিস্তান (৭ ম্যাচে ১৯.০৫ শতাংশ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৯ ম্যাচে ১৮.৫২ শতাংশ পয়েন্ট)।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। সেবারের ফাইনালে তাদের কাছে হারের পর দ্বিতীয় চক্রের শিরোপা নির্ধারণী লড়াইয়েও হতাশা সঙ্গী হয়েছিল ভারতের। ২০২৩ সালে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

44m ago