বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ। ফাইল ছবি

বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে আজ উপদেষ্টা পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।

বিচারের পরে দেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক যে দল বা জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তারা কোনো প্রকাশ্য কর্মসূচি নিতে পারবে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমরা এটাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করব। বিচার করার জন্য সরকার কাজ করছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে এই বিচার করা হবে।

দল হিসেবে কীভাবে আওয়ামী লীগের বিচার করা হবে, জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিচারের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে। খুব দ্রুতই সবার সামনে সুস্পষ্ট রূপরেখা উত্থাপন করা হবে।

আওয়ামী লীগ কার্যক্রম চালাতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। যেহেতু একটি গণহত্যা দেশে আওয়ামী লীগ ঘটিয়েছে। এই গণহত্যার দায় নিয়ে কারা কীভাবে ফিরবে বা তাদের ফিরতে দেওয়া হবে কিনা তা জনগণ সিদ্ধান্ত নেবে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

2h ago