কুমিল্লায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লা থেকে প্রকাশিত সংবাদপত্র সাপ্তাহিক আমোদের সম্পাদক বাকীন এমএ রাব্বী (বাকীন রাব্বী), ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা ও প্রতিবেদক তৈয়বুর রহমান সোহেলের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সদস্য ফজলুল করিম।

সংবাদ প্রকাশের জেরে রোববার এই মামলা করা হয়।

ফজলুল করিম কুমিল্লা মহানগর বিএনপির নয় নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

মামলার অভিযোগনামায় বলা হয়, গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই পত্রিকার প্রথম পাতায় লেখা হয় '‌‌‌‌‌'বিএনপি নেতাদের সহায়তায় পালালেন ওরা'। সংবাদটিতে আরও লেখা হয়, কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত শীর্ষস্থানীয় তিন নেতা। যাদের দুজনের নামের আদ্যক্ষর আ এবং ও।

বাদী মামলায় উল্লেখ করেন, ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং কোনো তথ্যসূত্র নেই। ওই সংবাদকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে এবং বাদী একজন সক্রিয় নেতা হিসেবে সংক্ষুব্ধ হয়েছেন।

এ অভিযোগ আমলে নিয়ে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

সাপ্তাহিক আমোদের ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা বলেন, প্রকাশিত সংবাদে আমরা কারো নাম উল্লেখ করিনি। আমাদের সোর্স থেকে পাওয়া তথ্যমতে নিউজে আমরা কয়েকটি অক্ষর দিয়েছি মাত্র। এতে করেই মামলা দায়ের হয়েছে বলে শুনেছি। যেহেতু আদালতে মামলা দায়ের হয়েছে, সুতরাং আমরা সেটি আইনিভাবেই মোকাবিলা করব।

বাদীপক্ষের আইনজীবী মো. মাসুদ হাসান জানান, মামলাটি আমলে নিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতের বিচারক আব্বাস উদ্দিন। তিনি মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

9h ago