বান্দরবানে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের রুমার সীমান্তবর্তী দোপানিছড়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে বিজিবি। ছবি: সংগৃহীত

বান্দরবানে রুমা উপজেলায় সীমান্তবর্তী দোপানিছড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দোপানিছড়া এলাকার গহীন জঙ্গলে আস্তানা স্থাপন করে একদল পাহাড়ি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। 

তথ্য পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে দোপানিছড়া এলাকার আনুমানিক সাড়ে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে বিশেষ অভিযান চালায় বিজিবি।

অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে দুটি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি-অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, তিনটি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, একটি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, একটি অডিও-ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা, একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, একটি কী ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার উদ্ধার করে বিজিবি।

এছাড়া, সেখানে একটি দূরবীন, দুটি ওয়াকিটকি, একটি ল্যাপটপ, একটি পাওয়ারফুল লাইট, একটি সোলার সিস্টেম, একটি আকাশ টিভি রিসিভার, একটি আমব্রেলা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, একটি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ ও রসদ উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই এলাকায় থাকা অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদি সবকিছু ধ্বংস করা হয়েছে বলেও বিজিবি জানায়।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago