প্রথমবার এক অর্থবছরে ঋণের সুদ পরিশোধ ১ লাখ কোটি টাকা ছাড়াল

খেলাপি ঋণ, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক,
স্টার অনলাইন গ্রাফিক্স

২০২৩-২৪ অর্থবছরে সরকারের ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঋণের সুদ পরিশোধ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

গতকাল প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক লাখ ১৪ হাজার কোটি টাকা, যা দেশের জাতীয় বাজেটের ছয় ভাগের এক ভাগেরও বেশি।

সরকারের ভর্তুকি ব্যয় কিছুটা কমলেও রাজস্ব আদায়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে সরকার।

প্রাথমিকভাবে ২০২৩-২৪ অর্থবছরে ঋণের সুদ বাবদ ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা বরাদ্দ রেখেছিল সরকার। তবে সংশোধিত বাজেটে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় এক লাখ পাঁচ হাজার কোটি টাকা।

অন্যদিকে ঋণের সুদ পরিশোধ সংশোধিত বাজেটের বরাদ্দকে ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণের ওপর নির্ভরশীলতার ইঙ্গিত দেয়।

গত অর্থবছর বিদেশি ঋণের সুদ পরিশোধ ৬০ দশমিক ৫৩ শতাংশ বা ১৫ হাজার ১৫০ কোটি টাকা বেড়েছে। এছাড়া দেশীয় উৎস থেকে নেওয়া ঋণের সুদ ২০ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৯৯ হাজার ৬০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

২০২২-২৩ অর্থবছরে মোট সুদ পরিশোধের পরিমাণ ছিল ৯২ হাজার ১১০ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাজেট ঘাটতি মেটাতে ঋণ নেওয়ায় মোট ঋণের পরিমাণ বাড়ছে।

২০২৪ সালের মার্চ পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৭ হাজার ৪১৫ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৩ দশমিক ৭৮ শতাংশের সমান।

অর্থ বিভাগের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবরণীতে (এমটিএমপিএস) বলা হয়েছে, আগামী বছরগুলোতে সুদ পরিশোধ ক্রমান্বয়ে বাড়তে থাকবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় বাজেটের শতাংশ হিসাবে বিদেশি ঋণের সুদ পরিশোধের অনুপাত ২০২২ অর্থবছরের শূন্য দশমিক নয় শতাংশ থেকে বেড়ে ২০২৭ অর্থবছরে দুই দশমিক ছয় শতাংশ হতে পারে।

(সংক্ষেপিত: পুরো প্রতিবেদন পড়তে ক্লিক করুন Interest payments surpass Tk 100,000cr for first time এই লিংকে)

Comments

The Daily Star  | English

India restricts land port imports of Bangladesh’s RMG, food

India has imposed new restrictions on the imports of key goods from Bangladesh, including garments and agro-processed food, through land ports, a move expected to disrupt trade flows and add logistical hurdles for exporters..According to a notification issued today by India’s Directorate G

1h ago