মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ

ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়।
বঙ্গোপসাগর। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি ফিশিং ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর গুলিবর্ষণে মো. ওসমান (৬০) নামের এক জেলে নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়।

বুধবার দুপুরের এ ঘটনায় অন্তত ৫৮ জন মাঝি-মাল্লাসহ ছয়টি ফিশিং ট্রলার আটক করে মিয়ানমারের নিয়ে যাওয়া হয়। গুলিবর্ষণের পাশাপাশি আটকের এ ঘটনা বিষয়টিকে আরও 'জটিল' করে তুলেছে বলে উল্লেখ করা হয় বার্তায়। যদিও বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর দুই দফায় নৌকাসহ জেলেদের ফিরিয়ে আনা হয়েছে।

এমন পরিস্থিতিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এছাড়া মিয়ানমারকে বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

 

Comments