শেখ হাসিনা, কাদেরসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রামপুরায় সোহান শাহ (৩০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানমের আদালতে এ হত্যা মামলা দায়ের করেন নিহতের মা সুফিয়া বেগম।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা এজাহার হিসেবে নথিবদ্ধ করতে বলেন।

মামলার অন্য আসামিদের ভেতর আছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু।

৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা আছে। এগুলোর ভেতর ১৯৪টিই হত্যা মামলা।

Comments

The Daily Star  | English

CA, Malaysian PM hold bilateral talks

Earlier, Anwar Ibrahim received Prof Yunus in Putrajaya and shared a moment ahead of their bilateral meeting

50m ago