সম্ভাব্য সব উপকরণ ব্যবহার করে ইসরায়েলকে উচিত জবাব দেওয়া হবে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: এএফপি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: এএফপি

ইসরায়েলি বিমান হামলার জবাবে 'সম্ভাব্য সব উপকরণ ব্যবহার করবে' তেহরান। এমনটাই বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

টেলিভিশনে প্রচারিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, 'জায়নিস্ট শাসককে উচিত জবাব দিতে সম্ভাব্য সব উপকরণ ব্যবহার করবে ইরান।'

তবে এই জবাব বা প্রতিক্রিয়া কেমন হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি বাঘাই।

শনিবার ভোরে ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের বিভিন্ন অংশে হামলা চালায়। এ মাসের শুরুতে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা করে ইসরায়েল।

ইসরায়েলের দাবি, এসব হামলায় দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা হারিয়েছে ইরান। সঙ্গে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়া আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসেরও দাবি করেছে ইসরায়েল

গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই হামলা 'নিখুঁত ও শক্তিশালী' ছিল এবং সকল লক্ষ্য অর্জিত হয়েছে।

অপরদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হুশিয়ারি দেন, তেহরানের কর্মকর্তারা উচিত জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় খুঁজছেন।

'ইসরায়েলের হামলাকে হালকা ভাবে নেওয়ার কিছু নেই, আবার এতে অনেক বেশি গুরুত্ব দেওয়ারও কারণ নেই', যোগ করেন খামেনি।

Comments

The Daily Star  | English

CA asks advisers to speed up construction of museum at Gono Bhaban

Museum should preserve memories of Hasina’s misrule, he says

30m ago