রাজনৈতিক স্বার্থ হাসিলে আমলাদের চাপ দিয়েছিল আ. লীগ সরকার: দেবপ্রিয় ভট্টাচার্য

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জ্যেষ্ঠ আমলার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য । ছবি: ইউএনবি

বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক স্বার্থে পরিচালিত আমলাদের একটি অংশ আওয়ামী লীগ সরকারের স্বার্থ চরিতার্থ করার জন্য আমলাতন্ত্রের মধ্যে অন্যদের চাপ দিয়েছিল।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় বলেন, 'প্রশাসন মূলত রাজনৈতিক প্রভাবের নিয়ন্ত্রণে ছিল।'

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সারাদেশের ৮৫ জন জ্যেষ্ঠ আমলার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, কিছু আমলা আপত্তি তোলার চেষ্টা করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায়ই তাদের মতামতকে তৎকালীন রাজনৈতিক এজেন্ডা সমর্থন করতে বাধ্য করতেন।

তিনি বলেন, 'অনেক কর্মকর্তা রাজনৈতিক উচ্চাভিলাষে জড়িয়ে পড়েন, যা তাদের সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জের দিকে ঠেলে দেয়।'

ড. দেবপ্রিয় বলেন, তবে কিছু আমলা তাদের মতামতের উপর অটল থাকতে পেরেছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন।

তিনি বলেন, তাদের মধ্যে অনেকে বলেছেন যে তাদের ভিন্নমত পোষণের জন্য পেশাগত জীবনে উচ্চ মূল্য দিতে হয়েছিল; যার মধ্যে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া ছিল অন্যতম।

তিনি আরও বলেন, আমলারা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি, সমন্বয় ও সদিচ্ছার অভাবের মতো বিষয়গুলো তুলে ধরেছেন।

তারা সক্ষমতা বৃদ্ধি, উন্নত সমন্বয় এবং সংস্কারের দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago