ধানুশের অভিযোগে আইনি ঝামেলায় নয়নতারা

নয়নতারা, ধানুশ, বলিউড, শ্রুতি হাসান, নেটফ্লিক্স,
ধানুশ ও নয়নতারা। ছবি: সংগৃহীত

২০২২ সালে ভিগনেশ শিবনকে বিয়ে করেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাদের প্রেম কাহিনী ও বিয়ে নিয়ে একটি তথ্যচিত্র। 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল ডকুমেন্টারি' এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে লাইভ হওয়ার আগে, নয়নতারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চমকপ্রদ খোলা চিঠি লিখেছিলেন। যে চিঠিতে তথ্যচিত্রে ব্যবহৃত তিন সেকেন্ডের ফুটেজের জন্য ধানুশের সহযোগিতা চাওয়া হয়েছিল। একইসঙ্গে অনাপত্তিপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

আইনি ঝামেলায় নয়নতারা

'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'-এ নানুম রাউডি ধন সিনেমার তিন সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ওই সিনেমাতে নয়নতারা ও বিজয় সেতুপাতি অভিনয় করেছিলেন এবং পরিচালনা করেছিলেন ভিগনেশ শিবান। সিনেমাটি প্রযোজনা করেছেন ধানুশ, সুতরাং ফুটেজের অধিকার তার কাছেই রয়েছে। এ নিয়ে নয়নতারা একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। যেখানে বলা হয়েছে, ধানুশ তার ও তার সঙ্গীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ পোষণ করছেন।

এই বিষয়টি অনেককে হতবাক করেছে এবং এটি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, ধানুশ নয়নতারা ও ভিগনেশ শিবনের বিরুদ্ধে সিনেমার ফুটেজ ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছেন।

ভারতের আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ধানুশ তার মামলা নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আদালতে আইনের অধীনে মামলাটি চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে, ধানুশ নয়নতারাকে তিন সেকেন্ডের ক্লিপটি ব্যবহারের জন্য ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা গেছে। ধানুশের অভিযোগ, নয়নতারার তথ্যচিত্রে নানুম রাউডি ধনের ফুটেজ ব্যবহার করা হয়েছে।

এ ঘটনায় শ্রুতি হাসান, পার্বতীর মতো বহু সেলিব্রিটি নয়নতারার পাশে দাঁড়িয়েছেন।

খোলা চিঠিতে নয়নতারা লিখেছেন, 'তথ্যচিত্রের বিরুদ্ধে আপনি যে প্রতিহিংসা ছড়াচ্ছেন, তা কেবল আমার সঙ্গী ও আমার তা জীবনে প্রভাব ফেলছে না, যারা এই প্রকল্পের জন্য কাজ করেছেন ও সময় দিয়েছেন তাদের জীবনেও প্রভাব ফেলছে। আমি, আমার জীবন, আমার প্রেম ও বিয়ে নিয়ে নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিটিতে আমার ইন্ডাস্ট্রির অনেক শুভাকাঙ্ক্ষীদের ফুটেজ আছে। যারা আমার সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন, আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন।'

গত ১৬ নভেম্বর নয়নতারা সামাজিক মাধ্যমে ওই খোলা চিঠি পোস্ট করেন। তিনি বলেছিলেন, তিনি দুই বছর ধরে তারা ধানুশের কাছে সিনেমার ভিডিও, গান, ছবি ব্যবহারের জন্য অনাপত্তিপত্র সনদ চাইছিলেন, কিন্তু তিনি রাজি হননি। নয়নতারা চিঠিতে ধানুশের সমালোচনা করেন এবং নেটফ্লিক্স রিলিজে তিন সেকেন্ডের ফুটেজ ব্যবহারের জন্য ১০ কোটি রুপি দাবি করাকে 'নিম্ন মানসিকতার' পরিচয় হিসেবে উল্লেখ করেন। ধানুশ মামলায় চিঠিটিকে 'অত্যন্ত মানহানিকর' বলে অভিহিত করেছেন। এর দুদিন পর ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago