২১ আগস্টের হামলায় বিদেশি শক্তি যুক্ত: মির্জা আব্বাস

Mirza Abbas
মির্জা আব্বাস। স্টার ফাইল ফটো

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের সবাইকে খালাস দেওয়ার ঘটনাকে বিজয়ের মাসের প্রথম দিনের 'সুসংবাদ' হিসেবে অভিহিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেছেন, '২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না।'

আজ রোববার হাইকোর্টে এই মামলার রায় ঘোষণার পর দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা আব্বাস।

রায় নিয়ে প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, 'আমরা বিগত দিনগুলোতে ন্যায়বিচার পাই নাই। আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম।'

একই পরম্পরায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে করা লাখ লাখ মামলাতেও ন্যায়বিচার আশা করছেন বলে মন্তব্য করেন তিনি।

জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।

আজ আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ সবাইকে খালাস দেন।

প্রেসক্লাবের আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, 'একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের ওপর ভিত্তি করে তাকে (তারেক রহমান) সাজাও দিয়ে দিয়েছিল। আরও অনেককে সাজা দিয়েছিল।'

তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন—এমন আশাবাদও ব্যক্ত করেন মির্জা আব্বাস। বলেন, 'আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন…উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং দেশে থাকার সময়ে তাকে গ্রেপ্তার করে অনেক অত্যাচার করা হয়েছিল।

'আমাদের সামনে থেকে উনি আগের রাতে বিদায় নিয়ে গেলেন। তাকে আর দেখিনি বহুদিন। তারপর যখন ফেরত আনল তখন তিনি একেবারেই অসুস্থ। চলতে-ফিরতে পারতেন না।'

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago