বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অমিত শাহ

অমিত শাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভারত কম্প্রিহেনসিভ সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন।

আজ রোববার রাজস্থানের যোধপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

অমিত শাহ বলেন, 'মোদি সরকার পাকিস্তান ও বাংলাদেশের সংবেদনশীল সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা (সিআইবিএমএস) তৈরি করেছে, যা সামনে বাস্তবায়ন করা হবে।'

তিনি জানান, আসামের ধুবরি সিআইবিএমএসের পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর প্রাথমিক ফলাফল খুবই আশাব্যঞ্জক। 
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'কিছুটা আগালে এ ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে পুরো সীমান্ত এলাকায় বাস্তবায়ন করা হবে।'

অমিত শাহ আরও বলেন, 'বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৫৯১ কিলোমিটার বেষ্টনীর কাজ শেষ হয়েছে। এক হাজার ১৫৯ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে এবং ৫৭৩টি সীমান্ত ফাঁড়িসহ ৫৭৯টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে।'

'এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৬৮৫টি স্থানে বিদ্যুৎ সংযোগ, ৫৭৫টি স্থানে পানি সংযোগ এবং ৫৭০টি সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।,' যোগ করেন তিনি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোদি সরকার প্রায় এক হাজার ৮১২ কিলোমিটার দুর্গম এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজ হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, 'সীমান্তের বেষ্টনী শক্তিশালী করা, সীমান্তের ভারতীয় অংশে রাস্তা নির্মাণ এবং অন্যান্য বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Only experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

9m ago