ছাগলকাণ্ড: মতিউরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২৭ জানুয়ারি

মতিউর রহমান। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ রিমান্ড আবেদনে বলেন, মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ অর্জন এবং এর মধ্যে ২ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ অবৈধ। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে মতিউরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করে।

মতিউরের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত ১৫ লাখ টাকা দামের একটি কোরবানির ছাগল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর বিতর্ক শুরু হয়। ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর থেকে মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং মতিউর ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়।

পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করে।

গত ১৫ জানুয়ারি মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তারের পর মতিউরকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

তাদের বাসা থেকে একটি শটগান, ২৪ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় তার স্ত্রী লায়লাকে কারাগারে পাঠিয়েছে সিনিয়র স্পেশাল জজ আদালত।

তবে, দুর্নীতি মামলায় লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৬ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন আদালত।

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লার বিরুদ্ধে ১৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং দুদকের কাছে ১ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ১২ জানুয়ারি মামলা দায়ের করা হয়।

মতিউর, লায়লা, তাদের ছেলে আহমেদ তৌফিকুর রহমান, মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা এবং মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিউলির বিরুদ্ধে আরও চারটি দুর্নীতির মামলা দায়ের করা হয়।

 

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago