পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। 

আজ রোববার এক বিবৃতিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ তথ্য জানিয়েছে।

দুদক বলছে, সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে। 

দুদকের তদন্তে জানা গেছে, পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ নিতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং অনিয়ম করা হয়েছে।

এই বিবৃতি প্রকাশের পর দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের বলেন, 'সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কি না, দুদকের তদন্ত দল তা পরীক্ষা করে দেখছে।'

সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এর আগে, পূর্বাচল নিউটাউনের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠার অবৈধ প্লট অধিগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

এছাড়া, পুতুলকে তার পদ থেকে অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি চিঠিও পাঠিয়েছে দুদক।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

3h ago