গাজীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কালীগঞ্জে শসাবোঝাই একটি পিকআপ খাদে পড়ে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ছয়টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন এলে অভিযোগেরভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসাবোঝাই একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago