নওগাঁ

বুলডোজার দিয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

সাধন চন্দ্রের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধাঘণ্টা ধরে ভাঙচুর করা হয়।

একইসঙ্গে বাড়িটির ভেতরে অগ্নিসংযোগও করা হয়।

এর আগে বিকেল ৪টায় শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকেন হাজারও মানুষ।

পরে এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে 'গণশৌচাগার' লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গতকাল থেকে ফেসবুকে ঘোষিত 'বুলডোজার মিছিল' কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-মন্ত্রী-সংসদ সদস্যদের বাড়িতে এক্সক্যাভেটর ও বুলডোজার নিয়ে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago