কাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বিএনপির একটি প্রতিনিধিদল আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে।

আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকের কথা রয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ঢাকার বাইরে আছেন। আজ বিকেল ৫টার মধ্যে তিনি ঢাকায় ফিরবেন আসবেন বলে আশা করা হচ্ছে।

বিএনপি সূত্র জানায়, তিনি ঢাকা ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগদানকারী প্রতিনিধিদের তালিকা চূড়ান্ত করা হবে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিকেল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে। প্রতিনিধিদলটিতে স্থায়ী কমিটির আরও দুই সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান থাকবেন।

Comments

The Daily Star  | English

Polytechnic students postpone rail blockade; talks with education ministry likely

A meeting with the education ministry is likely to take place at 11:00am

23m ago