নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব সরকারের, কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট বিএনপি

আজ রোববার নির্বাচন কমিশনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

নির্বাচন কমিশনের কার্যক্রমে বিএনপি সন্তুষ্ট জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। যেহেতু সংবিধান ও প্রচলিত আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে না।

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপি আলোচনা করবে বলেও এ সময় জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে আজ রোববার সন্ধ্যায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।

তিনি বলেন, 'এই (নির্বাচন অনুষ্ঠান) ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের (কমিশন) নেই। কারণ দেশের প্রচলিত সংবিধান-আইন হলে একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন তো ওই আইনের দেশ চলছে না। এই মুহূর্তে রাজনৈতিক মতামত, সরকারের তরফ থেকেও অনুরোধ করতে হবে—তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে।'

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, 'যেহেতু নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের; অর্থাৎ কখন হবে এটা বলা, তারপর তফসিল ঘোষণা তো নির্বাচন কমিশনই করবে। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা আছে। আমরা সেখানে প্রসঙ্গ টেনে আলোচনা করব।'

নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তিনি বলেন, 'আমরা যতদূর জানতে পেরেছি, প্রায় ৩০ লাখ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে। যেটা তালিকা থেকে বাদ পড়েছিল, তাদের আগে ভোটার করা হয়নি। বাদ পড়বে প্রায় ১৫ লাখ, যারা মারা গেছেন। এই তালিকা করা হয়েছে ইউনিয়ন পরিষদের মৃত্যু নিবন্ধনের ভিত্তিতে।'

'আমরা জানি, অনেকেই পরিবারের কোনো সদস্য মারা গেলে কর্তৃপক্ষকে অবহিত করেন না। সে ব্যাপারেও অনুসন্ধান চলছে। তাদের কথায় আমাদের মনে হয়েছে, আগামী মে-জুন মাসের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা নিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন,' যোগ করেন এই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, 'আমরা এতটুকু বুঝেছি যে, যদি মে-জুন মাসের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত হয়, তাহলে প্রাসঙ্গিক আলোচনা করে সমস্যা দূর করে শিগগির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।'

নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে বিএনপি সন্তুষ্ট কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, 'আইন অনুযায়ী তাদের যা করার কথা, আমরা বুঝতে পারছি যে, তারা সঠিকভাবেই সেটা করছেন।'

এর আগে বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল।

নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

25m ago