বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হারিকেন এলাকায় অবরোধ করেন পোশাক শ্রমিকরা। ছবি: সংগৃহীত

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে 'সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড' পোশাক কারখানার শ্রমিকরা।

আজ রোববার রাত সোয়া ৯টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার হারিকেন নামক স্থানে অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

শিল্প পুলিশের এস আই ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এবং বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সুরাহা হয়নি।'

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার সভাপতি জিয়াউর কবীর খোকন বলেন, 'গাজীপুরের হারিকেন এলাকার একটি তৈরি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাস্তায় নেমে এসেছে। আমি মনে করি, যত দ্রুত সম্ভব বেতন পরিশোধের ব্যবস্থা করা উচিত।'

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

34m ago