শুধু দুর্নীতিগ্রস্ত সাবেক ডিসিদের তালিকা যাবে দুদকে: জনপ্রশাসন সচিব

যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া যাবে, তাদের তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, 'আমাদের কলিগদের সম্পর্কে অনেক কথা বাজারে আছে। চার কোটি, পাঁচ কোটি, ৩০ কোটি এমন আছে। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে যদি দেখি সত্যি সত্যি ঘটনা আছে, শুধু সেই কেসগুলো আমরা দুদকে পাঠাব।'

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এসব কথা জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগের আমলের বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ৬৭ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া এবং ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মোখলেস উর রহমান বলেন, 'যাদের নামে অপপ্রচার কিংবা কোনো অপরাধের সঙ্গে জড়িত না, এ রকম কিছুই করেনি, সাময়িক ওএসডি হয়েছেন, তারা স্বাভাবিক জীবনযাপন করবেন, এটা কোনো সমস্যা নয়। নিরীহ একজন কর্মকর্তা কোনো সাজা বা অসম্মানিত না হয়, সরকার সেটা সতর্কতার সঙ্গে দেখছে।'

'আপনারা জানেন চারজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এগুলো ধীরে-সুস্থে বিশ্লেষণ হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না।'

'সব সিদ্ধান্ত হবে নিয়ম-নীতির মাধ্যমে' উল্লেখ করে মোখলেস উর রহমান আরও বলেন, '২০২৪ সালের ভোটের দায়িত্ব পালনকারী ডিসিদের বিষয়ে আমরা গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। সেগুলো আসলে আমরা বিবেচনা করব।'

Comments

The Daily Star  | English
trump zelenskiy meeting in washington

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelensky meeting

Trump will meet first Zelensky and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House says

1h ago