মঞ্চে নাহিদ-আখতারসহ ‘জাতীয় নাগরিক পার্টি’র নেতারা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

অনুষ্ঠান শুরুর পর আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে অনুষ্ঠানের মূল মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ দলটির নেতারা।

মঞ্চে তাদের সঙ্গে ছিলেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নাসির উদ্দিন পাটোয়ারী। 

তারা মঞ্চে বসে থাকা অবস্থায় স্ক্রিনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

এরপর মঞ্চে উঠে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল। 

এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  

পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় মঞ্চ ও দর্শকসারিতে উপস্থিত অতিথি ও জনতা দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

এরপর জুলাই অভ্যুত্থানে আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। 

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। 

গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago