বালুমহাল নিয়ে দ্বন্দ্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ২ ভাইকে কুপিয়ে হত্যা

ছবি: জাহিদ হাসান/স্টার

মাদারীপুরের সদর উপজেলায় বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার (৩৩), তার বড় ভাই আতাউর সরদার (৩৫) ও চাচাত ভাই পলাশ (১৭) নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত আরও চারজন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাইফুলের চাচাতো ভাই অলিল সরদারসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়।

ছবি: জাহিদ হাসান/স্টার

এরপর প্রতিপক্ষ সাইফুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

সাইফুল ও আতাউর খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে এবং পলাশ খোয়াজপুর গ্রামের মুজাম সরদারের ছেলে।

সূত্র জানিয়েছে, কীর্তিনাশা নদী ও আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন সাইফুল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুল এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। কিছু দিন আগে তিনি আবার এলাকায় ফিরে এসে বালু ব্যবসা শুরু করেন। এ নিয়ে বালু ব্যবসায়ী শাহজাহান খানের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা দ্য ডেইলি স্টারকে জানান, 'বালু ও ইজারা ব্যবসা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়।'

তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী শাহজাহানের দ্বন্দ্ব চলে আসছিল। এখনো মামলা হয়নি, তবে আমরা দুজনকে আটক করেছি। বাকি আসামিরা পলাতক, তাদের আটকের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago