মাদারীপুরে গণভোজ থেকে ৬ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

মাদারীপুর সদর উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষে গণভোজ কর্মসূচি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ছয়জন নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আইনত তারা কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবেন না। আমরা খবর পাই, ইটেরপুল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করার মধ্য দিয়ে গণভোজের আয়োজন করেছে।'
'সেখান থেকে সকালে আমরা তিনজনকে এবং সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার অন্যান্য এলাকা থেকে আরও তিনজনকে আটক করেছি,' বলেন জাহাঙ্গীর।
আটক ব্যক্তিরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু (৪৮), সদস্য মিন্টু খান (৩৮), বাদল শিকদার (২৮), লুৎফর রহমান (৫৫), মো. জাহিদুল ইসলাম ওরফে খোকন উকিল (৪৫) ও হান্নান সরদার (৫৯)।

সূত্র জানিয়েছে, মাদারীপুরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা ইটেরপুল এলাকায় গণভোজ ও দোয়ার আয়োজন করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠুকে খিচুড়ি রান্না করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যান।
জাহাঙ্গীর আরও বলেন, 'এই বিষয়ে আইনানুগ অবস্থা প্রক্রিয়াধীন। এখনো আমাদের অভিযান চলছে।'
Comments