‘দাগি’ সিনেমা নিয়ে যা বলছেন শহীদুজ্জামান সেলিম

Actor Shahiduzzaman Selim
শহীদুজ্জামান সেলিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম। ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন অনেক বছর ধরে। অভিনয় ছাড়াও নাট্যপরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। এবারের ঈদে তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে।

সম্প্রতি তিনি ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, সভাপতি হিসেবে আমার যতটুকু কাজ করার ততটুকুই করব। সংগঠনের ভালোর জন্য যা যা প্রয়োজন তা করব।

'আগের কমিটির যারা ছিলেন, তেমন একটা কাজ করেননি। সেই অর্থে কোনো কাজই হয়নি। তারা দায়িত্ব নেওয়ার কয়েক মাস পর কমিটির বেশিরভাগ নেতারা পদত্যাগ করেছিলেন', বলেন তিনি।

শহীদুজ্জামান সেলিম বলেন, আমি থিয়েটারের মানুষ। আমি অভিনয়ের মানুষ। সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে। যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

শহীদুজ্জামান সেলিম অভিনীত নতুন সিনেমা 'দাগি' মুক্তি পাচ্ছে ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

'দাগি' সিনেমা নিয়ে প্রত্যাশা কতটুকু, জানতে চাইলে এই অভিনেতা বলেন, প্রথম কথা হচ্ছে সিনেমাটি দর্শকরা দেখুক। শুধু আমার অভিনীত সিনেমা নয়, ঈদের সব সিনেমা দর্শকরা দেখুক। মানুষ হলে যাক। দর্শক দেখলেই তো বোঝা যাবে কোন সিনেমার প্রতি ভালোবাসা কিংবা আগ্রহ বেশি। তারা দেখতে আসুক।

'দেশের যে রাজনৈতিক ও সামাজিক অবস্থা, সেখানে মানুষ সিনেমা দেখতে আসবে, এটা আশার কথা। প্রযোজকরা বাণিজ্যিক সিনেমা মুক্তি দেবেন, এটা এই শিল্পের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে করা', বলেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে তো মানুষের মনে শান্তি থাকতে হবে। মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। তারপরই না বিনোদন মেটাবে। এই অবস্থায় যেসব সিনেমা ঈদে আসছে, দর্শকরা যেন হলমুখী হয়।

তিনি বলেন, আমার অভিনীত 'দাগি' সিনেমার গল্প বেশ ভালো। নির্মাতা ভালো কাজটি উপহার দিয়েছেন। আমরাও শতভাগ অভিনয় করেছি। দর্শকরা 'দাগি' দেখুক।

সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের দায়িত্ব নেওয়ার পর এই সংগঠনের সভাপতির নেতৃত্বে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজধানীতে, শিশু ধর্ষণ এবং নারীর অবমাননার প্রতিবাদে। বিষয়টি নিয়ে তিনি বলেন, শিশু ধর্ষণ হচ্ছে। নারীর অবমাননা হচ্ছে। এর তীব্র নিন্দা জানাই। প্রতিবাদ জানাই। এসব ঘটনা দুর্বিষহ ঘটনা। মানবিকতা কি উঠে গেল?

সবশেষে শহীদুজ্জামান সেলিম বলেন, 'দাগি' সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। আশা করছি সবার ভালো লাগবে।

Comments

The Daily Star  | English

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelenskiy meeting

Trump will meet first Zelenskiy and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House said.

18m ago