হামজাকে এক নজর দেখতে উপচে পড়া ভিড়

ছবি: মিন্টু দেশোয়ারা

শেষ পর্যন্ত বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। সোমবার সিলেট বিমানবন্দর থেকে সপরিবারে পৈতৃক নিবাস বাহুবল উপজেলার স্নানঘাটে পৌঁছেছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। প্রায় দুই ঘণ্টার সড়ক পথ পাড়ি দিয়ে হামজা যখন নিজ বাড়িতে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন হাজারো জনতা।

হামজাকে দেখতে অপেক্ষায় স্থানীয় জনতা। ছবি: মিন্টু দেশোয়ারা

শুধু স্থানীয় জনতা নন, তাকে দেখতে সূর দূরান্ত থেকেই থেকেও এসেছেন অনেকে। এসেছেন অন্যান্য জেলা থেকেও। 

পূর্বপুরুষের বাড়িতে হামজা। ছবি: মিন্টু দেশোয়ারা

ছিল সব বয়সী জনতার ভিড়। রমজানের এই সময়ে শারীরিক ক্লান্তি উপেক্ষা করে আসেন তারা। 

হামজাকে দেখতে অপেক্ষায় জনতা। ছবি: মিন্টু দেশোয়ারা

উৎসুক জনতার আগ্রহ মেটাতে বাড়ির পাশে একটি স্টেজ বানানো হয়। সেখানে উঠে শুভেচ্ছা বক্তৃতা দিয়েছেন তিনি। নিজের অনুভূতি জানিয়ে বলেন, 'খুব ভালো লাগছে।'

ছবি: বাফুফে

এর আগে দুপুর পৌনে ১২টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন হামজা। সেখানে কিছুক্ষণ কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এরপর হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

4h ago