ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁওয়ে একটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর দেবডাঙ্গী গ্রামে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এই দুর্ঘটনায় আহত হন আরও চার জন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধূপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরফান (২৩) এবং চেয়ারম্যানপাড়া গ্রামের দিনা রামের ছেলে জয়ন্ত রায় (২৯)।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গীগামী একটি থ্রিহুইলারের সঙ্গে আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জয়ন্ত নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরফান সেখানে মারা যান।
আহতদের মধ্যে পীরগঞ্জ উপজেলার জামাইবাড়ীর আকলিমা (২২), বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের মোহসিনা বেগম (৪৫) ও জান্নাতকে (৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতদের মধ্যে মুরাদকে (২৪) ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ গাড়িটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।
Comments