প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে ৩ পদ্ধতির দিকেই ঝুঁকছে ইসি

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: স্টার

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে পোস্টাল ব্যালট, অনলাইন এবং প্রক্সি ভোটিং, এই তিন পদ্ধতিকে বাস্তবায়নের উপযোগিতা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বুধবার সকালে রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, 'প্রধান উপদেষ্টা প্রথম তার ভাষণে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়ার কথা বলেছেন। আমরা ১৭৮টি দেশের স্টাডি করে দেখেছি, ১১৫টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সবচেয়ে অনুশ্রিত পদ্ধতি হচ্ছে দূতাবাসে, এরপর পোস্টাল ব্যালট, এরপর অনলাইন বা প্রক্সি ভোটিং।'

আবুল ফজল বলেন, 'তিনটিরই কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সুবিধাও আছে। কমিশনের কাছে বিষয়টি উত্থাপনের পর নির্বাচন, আইন, কারিগরি ও নির্বাচনী ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে বুধবার কর্মশালা করি, যেখানে ১০টি টিম তাদের উপস্থাপনা উপস্থাপন করেছে। ঢাবি, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিল।'
 
তিনি বলেন, '১০টির মধ্যে তিনটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা দেখেছি। যে পদ্ধতিতেই করি না কেন, প্রবাসীকে প্রথমত অনলাইনে নিবন্ধন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটা পদ্ধতি নয়, বরং মিশ্র পদ্ধতি করতে হবে। সব পদ্ধতির সফলতা ও দুর্বলতা আছে। সব পদ্ধতির জন্য মক টেস্টিং প্রয়োজন হবে, সম্ভবত সব পদ্ধতির জন্যই পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে করতে হবে।'

এই নির্বাচন কমিশনার বলেন, 'অনলাইন ভোট এখনো জনপ্রিয় হতে পারেনি। অনেক দেশ চার পাঁচ বছর ধরে করছে। কর্মশালার আলোচনায় ওঠে আসা পদ্ধতিগুলো ফাইন টিউন করতে হবে।' 

আবুল ফজল বলেন, 'পৃথিবীতে ২৫টির মতো দেশ প্রক্সি ভোট করছে। প্রক্সি ভোটকে আমরা বলেছি, যদি সর্বোচ্চ ভোটারকে আনতে চাই তাহলে প্রক্সি একমাত্র অপশন। প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন। বাংলাদেশের জন্য কোনো একটি সিঙ্গেল অপশন অ্যাপলিকেবল না। তিনটা পদ্ধতিকে যদি আনা যায়, তাহলে আমরা তিনটা পদ্ধতিকেই আনবো।'

তিনি বলেন, 'নিবন্ধন অংশটা অনলাইন হবে। যে ধরনের ভোটই হোক না কেন অনলাইনে নিবন্ধন করতে হবে। আমাদের অগ্রাধিকার হচ্ছে যদি বড় পরিসরে অনেক প্রবাসীকে আনতে চাই তো প্রক্সি হচ্ছে অনলি ওয়ান অপশন। অ্যাডভাইজরি কমিটি কী পরামর্শ দেয় সেটা আগে দেখি।'

স্থানীয় নির্বাচনের প্রবাসীদের ভোটদান নিশ্চিত করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, 'পৃথিবীর সব দেশ জাতীয় নির্বাচনে রেখেছে। আমরা আগে জাতীয় নির্বাচনে করি। তারপর স্থানীয় নির্বাচনের বিষয়ে বলতে পারব।'

কতদিনের মধ্যে প্রবাসীদের ভোটদান পদ্ধতি ব্যবহার করতে পারবেন, জানতে চাইলে তিনি বলেন, 'সিস্টেম ডেভেলপ না হওয়ার পর্যন্ত বলা যাবে না, কতদিন সময় লাগবে। তারপর আমরা বলতে পারব। নির্বাচন সংস্কার কমিশন পোস্টাল ও অনলাইন পদ্ধতির পরামর্শ দিয়েছেন। তারা ট্রায়াল পর্যন্ত আটটা ধাপের কথা বলেছেন। এখন ট্রায়াল কতদিন চলবে সেটি বলা নেই। কাজেই কারিগরি বিশেষজ্ঞরাই এটা বলতে পারবেন।'

Comments

The Daily Star  | English

Pakistan PM Shehbaz Sharif starts emergency security meeting

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

8h ago