মিডিয়া স্বত্ব বিক্রি হয়নি, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

ছবি: এএফপি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া স্বত্ব বিক্রি করতে না পারায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে।

বিসিবি কর্তৃক নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত একটি ফিডের মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম চলবে। বৃহস্পতিবার বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ২০ এপ্রিল সিলেট টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজটির জন্য মিডিয়া স্বত্ব অংশীদার পেতে ভুগছিল বিসিবি। সেই সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিডিয়া স্বত্ব বিক্রির জন্য গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো দরপত্র পায়নি তারা।

কোনো ক্রেতা না থাকায় এবং সময় ঘনিয়ে আসায় বিসিবি রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে, যাতে সামনের সিরিজটি দেশব্যাপী ক্রিকেট ভক্তরা উপভোগ করতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের আসন্ন সিরিজটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কতটা লাভজনক হবে, সেই সন্দেহ থেকেই আগ্রহের অভাব দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস ও জিটিভি বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো সরাসরি সম্প্রচার করেছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago