দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে: এ্যানি

দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এ আয়োজন করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্ব প্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার, গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই। দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে, ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যাক, এটাই আমাদের আগামী দিনের স্লোগান।
তিনি বলেন, ৫ আগস্ট যেসব থানা লুট হয়েছে, সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধারে কোনো অভিযানও করা হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে। বিগত সময়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, যারা এক ব্যক্তির শাসন করেছে, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সাধারণ মানুষের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
'ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই আবারও সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না', বলেন তিনি।
চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ ও সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
Comments