ইস্টার যুদ্ধবিরতি শেষে আবারও ইউক্রেনে হামলা শুরু করল রাশিয়া

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় আবাসিক ভবন। ছবি: এএফপি
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় আবাসিক ভবন। ছবি: এএফপি

ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শেষে আবারও ইউক্রেনের বিরুদ্ধে আকাশপথে হামলা শুরু করেছে রাশিয়া।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নতুন করে শুরু হওয়া হামলার বিষয়টি উভয় পক্ষ নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের মতে, রুশ হামলা আবারও শুরু হওয়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী শিগগির যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন, এ সপ্তাহেই 'ডিল' হতে পারে।

পুতিন সোমবার সাংবাদিকদের বলেন, 'সামরিক অভিযান আবারও শুরু হয়েছে।'

বিরতি শেষে ব্যাপক রুশ হামলা

ইস্টারের প্রার্থনায় অংশ নিচ্ছেন ইউক্রেনীয় সেনারা। ছবি: এএফপি
ইস্টারের প্রার্থনায় অংশ নিচ্ছেন ইউক্রেনীয় সেনারা। ছবি: এএফপি

ইউক্রেনের কর্মকর্তারা জানান, ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি আংশিকভাবে পালিত হওয়ার পর রাশিয়া রাতভর কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

কর্মকর্তারা আরও জানান, দেশটির নিপ্রোপেত্রভস্ক, মাইকোলাইভ ও খেরসন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

দেশটির বিমানবাহিনী রোববার রাত ১১টা (গ্রিনিচ) থেকে শুরু হওয়া হামলায় পরিপ্রেক্ষিতে ৪২টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে।

রোববার রাত ৯টায় (গ্রিনিচ) ইস্টার-যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

এই ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন সময় উভয় পক্ষই এটি লঙ্ঘনের অসংখ্য অভিযোগ তোলে।

'বিস্ময়কর' বিরতি

শনিবার পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা সংশ্লিষ্টদের বিস্মিত করে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের ইউক্রেনীয় অভিযোগ আমলে নিয়ে পুতিন বলেন, 'তা সত্ত্বেও, সার্বিকভাবে এ ধরনের (সামরিক) কার্যক্রম কমে এসেছিল'।

পুতিন এ বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, তিনি ভবিষ্যতের দিকে তাকাতে প্রস্তুত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী যা করবে, তার সঙ্গে তাল মিলিয়ে জবাব দেবে ইউক্রেনীয় সেনাবাহিনী।

কিয়েভের কর্মকর্তারা অভিযোগ করেন, পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সস্তা জনপ্রিয়তা কুড়িয়েছেন। তার এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের উদ্যোগে শিগগির কোনো অগ্রগতি না দেখলে আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দেন।

জেলেনস্কির প্রস্তাব

ইস্টারের সাজে ইউক্রেনের নেতা জেলেনস্কি। ছবি: এএফপি
ইস্টারের সাজে ইউক্রেনের নেতা জেলেনস্কি। ছবি: এএফপি

রোববার ভলোদিমির জেলেনস্কি প্রস্তাব দেন, 'অন্তত ৩০ দিনের জন্য বেসামরিক অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা বন্ধ রাখা উচিত।'

এই প্রস্তাবকে প্রশ্নবিদ্ধ করেছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন।

পুতিনের জবাব

রুশ প্রেসিডেন্ট পুতিন। ছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট পুতিন। ছবি: এএফপি

পুতিন জানান, রাশিয়া জেলেনস্কির এই প্রস্তাব 'বিশ্লেষণ' করবে। তবে তিনি এই উদ্যোগ নিয়ে নানা প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, ইউক্রেন রেস্তোরাঁ ও বিশ্ববিদ্যালয়ের মতো বেসামরিক কাঠামোকে সামরিক কাজে ব্যবহার করছে। যার ফলে এ ধরনের বিরতি বাস্তবসম্মত নয়।

যুদ্ধের তিন বছর পেরিয়ে গেলেও, সুনির্দিষ্ট কোনো হামলা নিয়ে রুশ নেতার মন্তব্য বেশ বিরল।

তবে এ দফায় তিনি মন্তব্য করেন, ১৩ এপ্রিল ইউক্রেনের শহর সুমিতে একটি বিশ্ববিদ্যালয় ভবনকে সামরিক পুরস্কার দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছিল । সেদিনই দুইটি রুশ ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র নগর কেন্দ্রে আঘাত হানলে অন্তত ৩৫ জন নিহত হন। 

পুতিন বলেন, 'এটা তো বেসামরিক কাঠামো, তাই না? কিন্তু (ইউক্রেনের) সরকার এসব বেসামরিক কাঠামোকে (সামরিক কাজে) ব্যবহার করছে'।

'আমরা বিষয়টি খতিয়ে দেখব', যোগ করেন তিনি।

বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ রাখার বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি পুতিন।

Comments

The Daily Star  | English

Why are onion prices rising abruptly?

Onion prices have been increasing over the past weeks, as farmers and traders release fewer stocks to local markets in the hope of better returns amid the government’s suspension of imports

1h ago