বাফুফের মার্কেটিং কমিটিতে নেমেসিসের ভোকাল জোহাদ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মার্কেটিং কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ জোহাদ রেজা চৌধুরী। যিনি জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভোকালিস্ট। এছাড়াও বাফুফের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন ডেইলিস্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান।

মার্কেটিং ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট দুই কমিটিরই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন ফাহাদ করিম। মার্কেটিং কমিটিতে তার ডেপুটি কে এম রিফাতুজ্জামান। অন্যদিকে ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন রেজওয়ানুল হক।

জোহাদ ছাড়াও মার্কেটিং কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- নুজহাত বাড়ি, ইমরান কাদির, নাফিদ নবি, মোহাম্মদ তাইসির খান, তাসমিত আফিয়াত, রাশেদ সামিউল ইসলাম।

ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে সদস্য হিসেবে তাজদিনের সঙ্গী ড: আহমেদ আরমান সিদ্দিকি, ওসমান হায়দার, নাজিয়া তারিক, অমিত হাসান, মাইশা ফারজিমা খান, ব্যারিস্টার মিতি সাঞ্জানা এবং শিহাব হাসান নয়ন। 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago