চট্টগ্রাম টেস্ট

প্রথম সেশনে সমান-সমান লড়াই

Tanzim Hasan Sakib
ছবি: রাজিব রায়হান/স্টার

জিম্বাবুয়ের ওপেনাররা ভালো শুরুর পর সুযোগও দিলেন, সেই সুযোগ একবার হাতছাড়াও হলো। পরে অবশ্য থিতু হয়ে তারা বিলিয়ে দিয়েছেন নিজেদের উইকেট। প্রথম সেশনে বাংলাদেশ দুই উইকেট ফেললেও জিম্বাবুয়ে ওভার প্রতি প্রায় সাড়ে তিনের কাছাকাছি রান তুলেছে।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। তাতে ২ উইকেটে ৮৯ রান করেছে জিম্বাবুয়ে। ৫৩ বলে ৩২ করে অপরাজিত আছেন নিক ওয়েলচ, ৩২ বলে ৬ রান করে ক্রিজে শন উইলিয়ামস। 

টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার। অনায়াসে রান বাড়াতে থাকেন তারা। উইকেটে পেসাররা তেমন সুবিধা করতে না পারায় ৭ ওভার পরই বল তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে।

তিনি আক্রমণে এসেই বেন কারানকে আউট করতে পারতেন। ৯ম ওভারে ১১ রানে থাকা কারানের সহজ ক্যাচ স্লিপে ফেলে দেন সাদমান ইসলাম, তখন জিম্বাবুয়ের সংগ্রহ কেবল ২৯। বিপদ থেকে বেঁচে আবার এগুতে থাকেন কারান-বেনেট।  ১০ ওভারে বিনা উইকেটে জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ছিলো ৪০ রান।

এরপরই আত্মঘাতি শটে থামেন ব্রায়ান বেনেট। থিতু থাকা জিম্বাবুয়ের ওপেনার অভিষিক্ত তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বেশ বাইরের বল অহেতুক তাড়া করে ক্যাচ দেন কিপারের গ্লাভসে। দিনের শুরুতে তানজিম বল করছিলেন প্রেসবক্স প্রান্ত থেকে, দ্বিতীয় স্পেলে প্রান্ত বদল করেন তিনি। এক পাশ দিয়ে চলতে থাকা বাতাস ব্যবহার করে উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করেন তিনি। টেস্টে তার প্রথম সাফল্যও ধরা দেয় প্রথম ঘণ্টায়।

তিনে নেমে নিক ওয়েলচ শুরুতে নড়বড়ে থাকলেও পরে বেশ আগ্রাসী রূপ নেন। তানজিমকে পুল করে উড়ান ছক্কায়, মিরাজের বলে স্লগ সুইপে মারেন আরেক ছয়। ওয়েলচ এক পাশে রান বাড়ানোয় স্কোরবোর্ডে কোন চাপ ছিলো না। সময় নিয়ে খেলা কারান তবু তাইজুল ইসলামের বলে হারিয়ে ফেলেন খেই। আলগা শটে স্টাম্পে টেনে বোল্ড হয়ে ফেরেন ৫০ বলে ২১ করে।

সেশনের বাকিটা সময় অস্বস্তি ছাড়া পার করেছেন উইলিয়ামস-ওয়েলচ।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

44m ago