রেকর্ডগড়া সেঞ্চুরি হাঁকিয়ে বৈভব, ‘না, কোনো ভয় লাগে না’

ছবি: আইপিএল এক্স

গত বছর আইপিএলের মেগা নিলামে দল পেয়েই হইচই ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে তিনি বুঝিয়ে দিলেন, কেন তার জন্য ১ কোটি ১০ লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস। স্রেফ ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের কিশোর ব্যাটার ঠাঁই নিলেন ইতিহাসের পাতায়। চোখ ধাঁধানো রেকর্ডগড়া ইনিংসের পর তিনি শোনালেন ভয়ডরহীন ব্যাটিংয়ের গল্প।

গতকাল সোমবার জয়পুরে আইপিএলের ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং উপহার দেন বৈভব। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তার। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ১৭ বলে ফিফটি স্পর্শের পর ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান রাজস্থানের বাঁহাতি ওপেনার। প্রসিধ কৃষ্ণার ইয়র্কারে বোল্ড হওয়ার আগে করেন ১০১ রান। ৩৮ বলের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তিনি মারেন ৭ চার ও ১১ ছক্কা।

ম্যাচের পর আইপিএলের সম্প্রচারকদের কাছে বৈভব জানান নিজের অনুভূতি, 'সত্যিই ভালো লাগছে। আইপিএলে আমার তৃতীয় ইনিংসে এটি প্রথম সেঞ্চুরি। গত তিন-চার মাস ধরে আমি যেমন অনুশীলন করছি, তার ফল এখন দেখা গেল। আমি মাঠের দিকে খুব একটা নজর দেই না, শুধু বলের দিকে মনোযোগ দেই।'

বয়স একেবারে কম হওয়ায় স্বাভাবিকভাবে অভিজ্ঞতার ঝুলিও হালকা। তার ওপর আইপিএলের মতো বড় মঞ্চ— বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও তারকায় ঠাসা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। তাই প্রতিপক্ষের বোলারদের আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া অনুমিতই বৈভবের জন্য। তবে তাতে ভড়কে না গিয়ে নিজের দক্ষতা ও ম্যাচের পরিস্থিতির দিকে নজর রাখেন তিনি, 'না, কোনো ভয় লাগে না। আমি সেসব নিয়ে ভাবি না। আমি কেবল খেলার দিকে মনোযোগ রাখি।'

২১০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ২৫ বল হাতে রেখে অনায়াসে ৮ উইকেটে জেতে রাজস্থান। ভারতের আরেক তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালের সঙ্গে ১১.৫ ওভারে ১৬৬ রানের জুটি গড়েন বৈভব। আগের দুই ম্যাচেও ইনিংসের উদ্বোধন করেছিলেন দুজন। জয়সওয়ালের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বৈভব বলেন, 'তার সাথে ব্যাটিং করা আমাকে আত্মবিশ্বাস দেয়। কারণ তিনি খুব ইতিবাচক থাকেন এবং আমাকে পরামর্শ দেন। তাই তার সাথে ব্যাট করা সহজ হয়ে যায়। আইপিএলে সেঞ্চুরি করার স্বপ্ন ছিল এবং আজ (সোমবার) তা বাস্তবায়িত হলো।'

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ জয়সওয়ালের মতে, এটি তার দেখা সেরা ইনিংসগুলোর একটি, 'অসাধারণ ইনিংস, আমার দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে একটি। আশা করি, সে আমাদের জন্য অনেক দিন ধরে এমনটা করে যাবে। আমি তাকে শুধু বলছিলাম চালিয়ে যেতে। আজ (সোমবার) সে অসাধারণ ছিল, অসাধারণ শট খেলেছে।'

বৈভব আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। ২০১৩ সালের আসরে ৩০ বলে শতক হাঁকিয়ে তার ওপরে আছেন কেবল ক্রিস গেইল। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় জয়সওয়াল বলেন, 'সে নেটে কঠোর পরিশ্রম করে, আমরা তা দেখতে পাচ্ছি। তার মধ্যে খেলাটা আছে, তার মেজাজ ও মানসিকতা আছে। তাকে শুভকামনা জানাই এবং তার ভালো করা উচিত।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

4h ago