দুর্নীতির মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান ও তার স্ত্রী

দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে এই মামলায় আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হাইকোর্টের রায়ও বাতিল করেছেন আদালত।
আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমানউল্লাহ আমান ও সাবেরা আমানের করা আপিল মঞ্জুর করে এ রায় দিলেন আদালত।
এর আগে, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমান ও সাবেরার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছরের ২১ জুন তাদের সাজা দেওয়া হয়।
২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সাবেরা এবং ১০ সেপ্টেম্বর আমান ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। পরে তারা আপিল বিভাগ থেকে জামিন পান।
Comments