প্রবাসে কেমন আছেন তারকারা

ছবি: সংগৃহীত

একসময় তারা দেশের শোবিজের জনপ্রিয় তারকা ছিলেন। কেউ সিনেমায়, কেউ নাটকে, আবার কেউ গানে। তারপর দেশ ছেড়ে থিতু হন প্রবাসে। তারকাদের মধ্যে যারা প্রবাসী হয়েছেন, বেশিরভাগ আছেন যুক্তরাষ্ট্রে। কানাডা, অস্ট্রেলিয়া কিংবা লন্ডনেও আছেন কেউ কেউ।

কেমন আছেন প্রবাসে থাকা তারকারা?

শাবানাকে বলা হত 'বিউটি কুইন'। চলচ্চিত্রের অন্যতম সাড়া জাগানো নায়িকা ছিলেন একসময়। অসংখ্য সিনেমা করেছেন। শহর থেকে শুরু করে গ্রাম বাংলার ঘরে ঘরে সিনেমাপ্রেমীদের কাছে তিনি প্রিয়মুখ। এখনো তার অভিনীত সিনেমাগুলো টেলিভিশনে দেখানো হয়। নন্দিত অভিনেত্রী শাবানা দেশ ছেড়েছেন অনেক বছর আগে। পুরো পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করছেন। হঠাৎ হঠাৎ দেশে আসেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ভালোই দিন কাটছে তার।

'বড় আশা করে এসেছি গো জননী কাছে ডেকে লও' গানটি গেয়ে প্রশংসা ও মানুষের ভালোবাসা—উভয়ই পেয়েছিলেন সংগীতশিল্পী কাদেরী কিবরিয়া। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। একুশে পদকও পেয়েছেন। এই পদকের জন্য তিনি দেশে এসেছিলেন। একাধিকবার দেশে আসার পর কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। বলেছেন, 'সবার ভালোবাসায় ভালো আছি। তবে, দেশকে মনে পড়ে।'

এদেশের টেলিভিশন নাটকে দীর্ঘ দিন সুনামের সঙ্গে অভিনয় করেছেন টনি ডায়েস। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি আবৃত্তির সঙ্গে জড়িয়ে যান। প্রচুর নাটক করেছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তা। তার স্ত্রী প্রিয়া ডায়েস একজন নৃত্যশিল্পী। স্বামী-স্ত্রী মিলে দেড় দশক ধরে আমেরিকায় স্থায়ী হয়েছেন। তাদের একমাত্র কন্যা অহনাও পড়ালেখার পাশাপাশি নাচের সঙ্গে জড়িত সেখানে।

প্রবাসজীবন টনি ডায়েস ডেইলি স্টারকে বলেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ব্যস্ততা এখানে অনেক। ছুটির দিনগুলোতে সবার সঙ্গে দেখা করি, আনন্দ ভাগ করে নিই। দেশে অভিনয় ও ব্যবসা করতাম। এখানেও ব্যবসা করছি। বিদেশে থেকেও দেশের জন্য সবসময় প্রার্থনা করি দেশ ভালো থাকুক। দেশের সব মানুষ ভালো থাকুক। এখানে থেকেও দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরি। এটি করতে ভালো লাগে।

'যুক্তরাষ্ট্রে আমি দেশের পণ্যের মার্কেটিং করি। এখানকার নতুন প্রজন্ম আমাদের দেশের পোশাক পরে এবং গর্ব করে বলে এটি বাংলাদেশের পোশাক। ব্যবসার পাশাপাশি আমি একটি ইংরেজি স্কুলে থিয়েটারের ক্লাস নিই। আবৃত্তিও করি। সম্প্রতি টরন্টোতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। ওখানে আমার স্ত্রী প্রিয়া ডায়েস ও কন্যা অহনা ডায়েস নাচ করেছে।

প্রিয়া ডায়েস বলেন, যত দূরেই থাকি না কেন দেশকে ভুলিনি। হৃদয়ে বাংলাদেশ এবং দেশীয় সংস্কৃতি। দেশে থাকতে যেমন নাচের অনুষ্ঠান করেছি, এখানেও নাচ করছি। নাচ আমার হৃদয়ে গেঁথে আছে।

শামীম শাহেদ মঞ্চ-টিভি নাটক-চলচ্চিত্রে অভিনয় করেছেন অনেক বছর। দেশের নামি নাটকের দল নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের অনেক নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। তিনিও বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

শামীম শাহেদ বলেন, সৃষ্টিকর্তার রহমতে খুব ভালো আছি।

আমেরিকায় রেডিও ত্রিতাল বাংলার সঙ্গে যুক্ত আছেন শাহেদ। সেই সঙ্গে ব্যবসাও করছেন। আবার সিনেমা পরিচালনার প্রস্তুতিও নিচ্ছেন। তিনি বলেন, তিনটি সিনেমা পরিচালনা করার প্রস্তুতি চলছে। তিনটিই ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা হবে। একটি গল্প নিয়েছি বিবিসি বাংলা থেকে। একটি গল্প একজন টেক্সি চালকের।

আশিকুজ্জামান টুলু একাধারে জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। অনেক গান করেছেন তিনি। অনেক দেশসেরা গায়কের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। তার গাওয়া একটি গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। গানটি হচ্ছে—'ওরে আমার পাগল মন'। তিনি আছেন কানাডায়।

প্রবীণ অভিনেতা আরিফুল হক কানাডায় স্থায়ী হয়েছেন অনেক বছর ধরে। টেলিভিশন নাটকে একসময় নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া, অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। আরেক সিনিয়র অভিনেতা কাজী উৎপল আছেন কানাডায়।

ঢাকাই সিনেমার সাড়া জাগানো নায়িকা শাবনূর। রেকর্ড-সংখ্যক ব্যবসাসফল সিনেমার নায়িকা তিনি। অনেক বছর ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়।

দুই সন্তানসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তৌকীর ও বিপাশাও। যদিও তারা বারবার বলছেন, সন্তানের পড়ালেখার জন্যই মূলত সেখানে গিয়েছেন। তাও বেশ কবছর ধরে সেখানে আছেন। তৌকীর আহমেদ বছরে একাধিকবার ঢাকায় আসা-যাওয়া করেন। বিপাশা হায়াত সবশেষ দেশে এসেছিলেন তার বাবা গুণী অভিনেতা আবুল হায়াতের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে।

দেশ থেকে দূরে থাকলেও বিপাশা হায়াত আমেরিকায় বসেও ছবি আঁকছেন। তিনি অভিনয়শিল্পীর বাইরে একজন চিত্রশিল্পীও। ছবি এঁকে দূর দেশে তিনি সুনাম অর্জন করেছেন। বিপাশা  হায়াত বলেন, ভালো আছি। আমার দুই সন্তান এখানে পড়ালেখা করছে। ওদের সময় দিতে হয়। তাছাড়া, ছবি আঁকছি।

অন্যদিকে তৌকীর আহমেদ আমেরিকায় মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন।

শামসুল আলম বকুল ঢাকায় থাকতে মঞ্চ নাটকের নিবেদিত মানুষ ছিলেন। তার নাটকের দল দেশনাটক। এই নাট্যদলের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। অনেক ভালো ভালো প্রযোজনা উপহার দিয়েছেন ঢাকার মঞ্চে। আমেরিকায়ও মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত আছেন তিনি। শামসুল আলম বকুল বলেন, এটা সত্যি দেশ থেকে দূরে আছি। কিন্তু জন্মভূমিকে তো ভোলা যায় না। আরেকটি বিষয় হচ্ছে, এখানেও নাটক করছি। মঞ্চ নাটককে ভালোবেসেই করছি।

নওশীন ঢাকার শোবিজের জনপ্রিয় মুখ। বিশেষ করে উপস্থাপনা করেই তিনি তারকা বনে যান। পাশাপাশি অভিনয়ও করেছেন। তার স্বামী অভিনেতা হিল্লোলও নাটকে ব্যস্ত ছিলেন। দুজনেই আমেরিকায় থিতু হয়েছেন। নওশীন বলেন, ভালো আছি এখানে। খুব ভালো আছি। আমার বড় ছেলে এখানে পড়ালেখা করছে। ছোট্ট কন্যা আছে। তাকে সামলাতে হয়। এখানে তো নিজের কাজ নিজের করতে হয়। সংসার সামলাই। আগে চাকরি করতাম। এখন সংসার ও ব্যবসা করছি।

নওশীন আরও বলেন, একটা এজেন্সি আছে এখানে। বাংলাদেশ থেকে যারা মাইগ্রেশন করতে চান, পুরো সাপোর্ট দিই। যারা এখানে আসেন বা আসতে চান, তাদের জন্যও কাজ করি। এখানে যেসব শিল্পীরা আছেন, তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে। মাঝে মাঝে আমরা একত্রিত হই। সম্প্রতি নাদিয়া আহমেদ এসেছেন। তার সঙ্গে দেখা হয়েছে। রোমানা আপু আছেন। রিচি আপুর সঙ্গে দেখা হলো কিছুদিন আগে। তমালিকা কর্মকার দিদির বাসায় যাই। টনি ভাইয়ের বাসায় যাই।

আরণ্যক নাট্যদলে অনেক বছর অভিনয় করেছেন তমালিকা কর্মকার। সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। একটা সময় অনেক নাটক করেছেন। তার আলোচিত নাটক 'কোথাও কেউ নেই'।

তমালিকা কর্মকার অনেক বছর ধরে বসবাস করছেন আমেরিকায়। তিনি বলেন, এখানে অনেক ভালো আছি। প্রচুর ব্যস্ত থাকতে হয়। তারপরও ভালো আছি। দূরে থাকলেও এখানে বাংলাদেশের অনেকের সঙ্গে দেখা হয়। আমরা একত্রিত হই। কখনো আমার বাসায় ঘরোয়া আড্ডার আয়োজন করি। কখনো অন্য কোনো শিল্পীর বাসায় অনুষ্ঠানে যোগ দিই। ভালো লাগে সবাই একত্রিত হওয়ার পর।

ঢাকার শোবিজের দর্শকপ্রিয় তারকা মোনালিসা। বিশেষ করে মডেলিংয়ে দারুণ নাম করেছিলেন তিনি। মডেলিং থেকে নাটকে আসেন। ক্যারিয়ারের সুসময়েই তিনি দেশ ছাড়েন। বাস করছেন আমেরিকায়। তাও অনেক বছর হয়ে গেছে। মাঝে কয়েকবার দেশে এসেছেন।

মোনালিসা বলেন, সত্যি কথা বলতে এখানে আমি খুব ভালো আছি। কাজ করছি। সময় কেটে যাচ্ছে। ক্যারিয়ার গুছিয়েছি। তবে, দেশকে মিস করি। মাকে আরও বেশি মিস করি।

প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব নামেই দেশে তার পরিচিতি ছিল। গান দিয়ে মাতিয়েছেন একটা সময়। তার অনেক জনপ্রিয় গান আছে। বিপ্লবও আছেন আমেরিকায়। অনেক বছর ধরে সেখানে আবাস গড়েছেন। সেখানে তিনি টেক্সি চালান। তিনি বলেন, এখানে আমার সন্তানরা আছে। পরিবার নিয়ে আছি। সবার দোয়ায় ভালো আছি আমি।

সংগীতশিল্পী এসআই টুটুল আমেরিকায় আছেন। অভিনেতা স্বাধীন খসরু আছেন লন্ডনে। টিভি নাটকের তারকা অভিনেত্রী শ্রাবস্তী তিন্নি আছেন কানাডায়। টিভি, নাটক, চলচ্চিত্র ও নৃত্যশিল্পী শ্রাবন্তী আছেন আমেরিকায়।

আফরোজা বানু, ঢাকার মঞ্চে অনেক বছর অভিনয় করেছেন। বিটিভির আলোচিত 'সকাল-সন্ধ্যা' নাটকে শিমু চরিত্রে অভিনয় করে আলোচিত ছিলেন। অনেক সফল নাটকের এই অভিনেত্রী এখন আছেন কানাডায়। সেখানেই আবাস গড়েছেন। কানাডায় থেকেও মঞ্চ নাটক করছেন তিনি।

নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী, মডেল নোভা অভিনীত সবশেষ চলচ্চিত্র 'মৃধা বনাম মৃধা'। এই সিনেমাটি খুব প্রশংসা কুড়ায়। নোভা দুই বছরের কিছু বেশি সময় ধরে আমেরিকায় পাড়ি জড়িয়েছেন। তিনি বলেন, দেশের বাইরে  থাকলেও কালচারাল অনুষ্ঠান থেকে পুরোপুরি দূরে নেই। এখানেও কিছু কিছু কাজ করছি। সম্প্রতি বড় একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এছাড়া, এখানে একটি ব্যবসাও শুরু করেছি। অনেক পরিকল্পনা আছে।

অন্যদিকে ক্লোজআপ-খ্যাত সংগীতশিল্পী সোনিয়া আছেন কানাডায়। মঞ্চ ও টিভি নাটকের অভিনেত্রী সাবিনা বারী লাকী স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। হুমায়ূন আহমেদের নাটকে একসময়ে নিয়মিত অভিনয় করেছেন মাজনুন মিজান। তিনিও অস্ট্রেলিয়ায় আছেন। ঢাকা থিয়েটারের সদস্য এবং টিভি নাটকের অভিনেতা খায়রুল ইসলাম পাখি স্থায়ী হয়েছেন আমেরিকায়। অভিনেতা আনিসুর রহমান মিলন বসবাস করছেন আমেরিকায়।

সাবেক লাক্স-তারকা বিন্দু ঢাকার শোবিজের জনপ্রিয় তারকা ছিলেন। তিনি পাড়ি জড়িয়েছেন আমেরিকায়। নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী রিয়াও আছেন আমেরিকায়। রোমানা নাটক-মডেলিং ও সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তিনিও অনেক বছর ধরে রয়েছেন আমেরিকায়। চিত্রনায়িকা তামান্না আছেন সুইডেনে। একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইমরান আছেন সুইডেনে। সাবেক লাক্স সুন্দরী মিলা হোসেন এখন আমেরিকায়। 'বিপ্রতীপ' নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী অগ্নিলা রয়েছেন কানাডায়।

টেলিভিশন নাটকের একসময়ের সফল অভিনেত্রী লুৎফুন নাহার লতা আছেন আমেরিকায়। গুণী অভিনেতা জামাল উদ্দিন হোসেন দীর্ঘ দিন আমেরিকায় ছিলেন। তিনি কানাডায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে মারা যান। তার স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেন আছেন আমেরিকায়। টিভি নাটকের তারকা অভিনেত্রী রিচি সোলায়মানও আছেন আমেরিকায়।

Comments

The Daily Star  | English

Air purifiers for Dhaka: hope or hype?

DNCC to set up 25-30 such industrial devices in public places to curb pollution; experts skeptical

18h ago