চট্টগ্রামের বাঁশখালীতে মাটিচাপা দেওয়া হাতির মরদেহ উদ্ধার

মাটিচাপা দেওয়ায় হাতিটির মরদেহ অনেকটাই পচে গেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব পুইছড়ি ইউনিয়নের বশিরা বাড়ি এলাকার ধানখেত থেকে মাটিচাপা দেওয়া হাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

আজ মঙ্গলবার দুপুরে জলদী রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের একটি দল মরদেহটি উদ্ধার করে।

জলদী রেঞ্জের ফরেস্টার আনিসুজ্জামান শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আনুমানিক পাঁচ বছর বয়সী এই হাতির মৃত্যুর পেছনে বৈদ্যুতিক ফাঁদে শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।'

'ফসল রক্ষায় কেউ বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল বলে ধারণা করা হচ্ছে। ফাঁদে পা দিয়েই হাতিটির মৃত্যু হয়। পরে হত্যাকারীরা মরদেহটি মাটিচাপা দিয়ে লুকানোর চেষ্টা করে', বলেন তিনি।

আনিসুজ্জামান শেখ আরও বলেন, 'যদি এটি প্রাকৃতিক মৃত্যু হতো, তাহলে মরদেহ মাটিচাপা দেওয়া হতো না। এটি স্পষ্ট হত্যাকাণ্ড। হত্যাকারীরা অপরাধ গোপন করতে মরদেহ মাটি দিয়ে ঢেকে রেখেছে।'

কক্সবাজার সাফারি পার্ক থেকে আসা এক পশু চিকিৎসক হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। তবে মরদেহ পচে যাওয়ার কারণে তৎক্ষণাৎ হাতিটির লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো. ইয়াসিন নেওয়াজ বলেন, 'আমরা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, গত মাসেও একই উপজেলায় আরেকটি হাতিকে হত্যা করে দাঁত ও নখ কেটে নিয়েছিল দুর্বৃত্তরা।

Comments

The Daily Star  | English

EC to unveil 13th national election roadmap next week

EC Senior Secretary shared the development to reporters this afternoon

50m ago