রদ্রিগোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

চলতি মৌসুমে নিজের ফর্ম নিয়ে দারুণ সংগ্রাম করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। সবশেষ এল ক্লাসিকোতে এক মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি তিনি। তাতে নানা ধরণের গুঞ্জনই উঠেছে। তবে সব গুঞ্জন থামিয়ে এই ব্রাজিলিয়ানকে না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, যিনি আগের দিনই ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রদ্রিগোকে ঘিরে নানা আলোচনা ও গুজবের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আনচেলত্তি। তার সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা উঠলে এই ইতালিয়ান কোচ বলেন, 'গত সপ্তাহে তার জ্বর হয়েছিল, যার কারণে সে নিজের সেরা খেলাটা খেলতে পারেনি। আজ তার পায়ে কিছু অস্বস্তি দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসক দল মূল্যায়ন করছে।'

তবে গুঞ্জন রয়েছে আনচেলত্তির সঙ্গে দ্বন্দ্বে জরিয়েছেন রদ্রিগো। সামাজিকমাধ্যম ছড়িয়ে পরা এই সকল গুঞ্জনের জবাবে এই কোচ বলেন, 'এসব নিয়ে অনেক গুজব ছড়িয়েছে, কিন্তু আমি বলতে চাই, রদ্রিগোকে নিয়ে আমাদের ভালোবাসা অনেক, বিশেষ করে আমার পক্ষ থেকে।'

রদ্রিগোর মানসিক অবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, 'যখন শরীর ঠিক থাকে না, তখন মানসিকভাবেও কিছুটা হতাশা চলে আসে। তবে এর বেশি কিছু নয়।'

আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি কখনো খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার করেছেন? উত্তরে আনচেলত্তি বলেন, 'চাবুক ব্যবহার করেছি। আপনি কি এটা মিস করেছেন? খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করেছি? না, কখনোই না।'

নিজের খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দারুণ সুনাম রয়েছে আনচেলত্তির। একজন অভিজ্ঞ কোচ হিসেবে সবসময়ই খেলোয়াড়দের পাশে থাকার বার্তা দিয়েছেন। রদ্রিগোকে ঘিরে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার মধ্যেও তিনি আশ্বস্ত করেছেন, এই ব্রাজিলিয়ানের প্রতি তার আস্থা ও ভালোবাসা অটুট রয়েছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago