ওয়াসার এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া

শাহজাহান মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের অধীনে উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া ডিএসসিসির প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার এমডির দায়িত্বও পালন করবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

33m ago