চট্টগ্রাম বন্দর

কমলার ঘোষণায় আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ

কমলালেবু ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া যায় সিগারেটের বাক্স। ছবি: সংগৃহীত

ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, একদিনের মধ্যে গণনা (ইনভেন্টরি) সম্পন্ন হওয়ার পর তারা এর সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন।

কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক আমদানিকারী প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবুর কথা ঘোষণা করেছিল।

আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে ছিল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

কাস্টমসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) বিভাগের কর্মকর্তারা জানান, বন্দর থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের দাখিল করা নথিপত্র ভুয়া বলে সন্দেহ হয়। পরে একটি দল সরেজমিনে পরীক্ষা করে সিগারেটের কন্টেইনারটি খুঁজে পায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, কন্টেইনারটি কমলালেবু হিসেবে ঘোষণা করে আমদানি করা হয়েছিল। কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার কাজী রাইহানুজ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা অস্কার ও ল্যামার ব্যান্ডের ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট পেয়েছি।

তিনি আরও বলেন, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্মকর্তারা জানান, বিদেশি সিগারেট আমদানি করতে প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা লেখা থাকতে হয়।

বিধি অনুযায়ী, যদি সিগারেটের গুণমান সঠিক পাওয়া যায়, তবে চালানটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে বিক্রি করা হবে। অন্যথায়, আইন অনুযায়ী এটি ধ্বংস করা হবে।

Comments

The Daily Star  | English

UK agency freezes London properties owned by Salman F Rahman’s son

Sheikh Rehana, the sister of Sheikh Hasina and mother of former UK City minister Tulip Siddiq, has lived at the Gresham Gardens property

1h ago