হৃদয়জুড়ে হুমায়ুন ফরীদি

সাড়া জাগানো সংশপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেন হুমায়ুন ফরীদি। আজও কানকাটা রমজান নিয়ে আলোচনা হয়। ভাঙনের শব্দ শুনি নাটকের সেরাজ তালুকদার চরিত্রটিও তাকে দিয়েছে খ্যাতি। এ রকম অসংখ্য চরিত্রে অভিনয় করে নন্দিত হয়েছেন।

আজ ২৯ মে হুমায়ুন ফরীদির জন্মদিন।

মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই তিনি ছিলেন সফল একজন অভিনয়শিল্পী। ঢাকাই সিনেমায় তিনি অনন্য উদাহরণ গড়েন। দহন সিনেমার নায়ক থেকে এক সময় খলনায়ক হিসেবে ব্যাপকভাবে সাড়া ফেলেন।

একজন বহুমাত্রিক অভিনেতা ছিলেন তিনি।

ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে সরব ছিলেন অনেক দিন। শকুন্তলা, ফনীমনসা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসী, তার অভিনীত মঞ্চের সফল নাটক। ছাত্র জীবনে তিনি ভূত নামে একটি নাটক পরিচালনা করেছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটার করেন এবং ঢাকা থিয়েটারের হয়ে প্রথম অভিনয় করেন সংবাদ কার্টুন নাটকে।

খ্যাতিমান অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার বলেন, হুমায়ুন ফরীদির ভেতরটা ছিল শিশুর মতো সরল। মানুষ হিসেবেও সে সরল ছিল। বিশাল অভিনয় গুণ নিয়ে জন্মেছিল। তার অভিনয়ের প্রতিভা আমরা দেখেছি। আমি বলবো মানুষ হিসেবেও অসাধারণ ছিল।

আফজাল হোসেন বলেন, আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের সম্পর্ক ছিল অনেক দিনের। ঢাকা থিয়েটার করতে গিয়ে আমাদের পরিচয় হয়েছিল। সারাজীবন এই সম্পর্ক ছিল।

রাইসুল ইসলাম আসাদ বলেন, ফরীদি আমার ভালো বন্ধু ছিলেন। আমাদের সময়ের সেরা অভিনেতা ছিলেন। বন্ধু হিসেবে আমরা সুন্দর সময় কাটিয়েছি। শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি।

তারিক আনাম খান বলেন, হুমায়ুন ফরীদি একজনই। তার মতো শিল্পী অনেক দিন পরপর আসে। অভিনয়ের সব মাধ্যমে তিনি সফল ছিলেন। তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। ভাবতেই খারাপ লাগে তিনি নেই!

নায়ক সোহেল রানা বলেন, সিনেমায় ফরীদিকে পাই নতুনভাবে। ঢালিউডে নতুনধারা তৈরি করেছিলেন তিনি। অনেকদিন পর ঢালিউডে তার মাধ্যমে নতুন একজন অভিনেতা পেয়েছিলেন। জাত অভিনেতা যাকে বলে, তিনি তাই ছিলেন।

আবুল হায়াত বলেন, ভীষণ গুণী অভিনেতা ছিলেন ফরীদি। তার অভিনয়ের জাদু সবাইকে ভালোবাসায় টেনেছিল। আমি বলবো, হৃদয়জুড়ে  আছেন ফরীদি। তার মধ্যে রসবোধ ছিল প্রবল। আবার সম্মান করতে জানতেন। হাসাতে পারতেন কিন্তু অভিনয়ে ছাড় দিতেন না।

আফসানা মিমি বলেন, ফরীদি ভাই ছিলেন সবার ভালোবাসার মানুষ। আজও তাকে আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি।  তিনি যেখানে আছেন, ভালো থাকুন।

Comments

The Daily Star  | English

5G goes live, but with few phones to connect

Bangladesh’s long-awaited 5G rollout began this week, but a lack of compatible handsets means the next-generation network is unlikely to see mass adoption anytime soon.

3h ago