চমক দেখিয়ে আর্জেন্টিনা দলে তিন নতুন মুখ

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: এএফপি

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণায় চমক দেখালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে সুযোগ পেলেন নতুন তিনটি মুখ। তারা হলেন দুই ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো ও কেভিন লোমোনাকো এবং ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাদের পাশাপাশি দলে ফেরা মিডফিল্ডার এঞ্জো বারেনেচিয়াও আছেন আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায়।

শনিবার আর্জেন্টিনার ২৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঘোষিত প্রাথমিক দল থেকে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনেছেন স্কালোনি। অনুমিতভাবেই স্কোয়াডে আছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। গত মার্চে চোটের কারণে বাছাইয়ের আগের দুটি ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে খেলতে পারেননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ঘোষণাতেও নতুনত্ব দেখিয়েছে আর্জেন্টিনা। গত ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির বাহিয়া ব্লাঙ্কা শহর। সেখানকার প্রতি সংহতি জানিয়ে বানানো একটি ভিডিওতে শহরটির বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষরা চূড়ান্ত দলে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চারজন। তারা হলেন দুই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্তার ও নিকোলাস দমিঙ্গেজ এবং দুই ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও ভালেন্তিন কাস্তেয়ানোস। এদের মধ্যে দমিঙ্গেজ ও ম্যাক আলিস্তার চোটের কারণে বাদ পড়েছেন। বাকি দুজন ট্যাকটিক্যাল কারণে জায়গা পাননি।

প্রথমবারের মতো ডাক পাওয়া বেলগ্রানোর ত্রইলোর বয়স ২১, ইন্দিপেন্দিয়েন্তের লোমোনাকোর বয়স ২৩ ও রিভারপ্লেতের মাস্তানতুয়োনোর বয়স ১৭ বছর। তাদের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় থাকা ভ্যালেন্সিয়ার বারেনেচিয়ার বয়স ২৪ বছর।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে দলটি। আগামী ৬ জুন অ্যাওয়ে ম্যাচে চিলির মুখোমুখি হবে তারা। এরপর ১১ জুন হোম ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়ালতার বেনিতেজ, হেরেনিমো রুলি।

ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফইথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভালেন্তিন বারকো।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, এঞ্জো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এক্সেকিয়েল পালাসিওস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

5h ago