বর্তমান কোচের অধীনে জাতীয় দলে খেলবেন না লেভানদোভস্কি

ছবি: এএফপি

বার্সেলোনার স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি বলেছেন, মিখাল প্রোবিয়েরজ যতদিন পোল্যান্ডের কোচের দায়িত্বে থাকবেন, ততদিন তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না।

৩৬ বছর বয়সী এই ফুটবলার পোলিশদের পক্ষে ১৫৮টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৮৫টি গোল করেছেন তিনি। তবে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করা হয়েছে।

গতকাল রোববার লেভানদোভস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'পরিস্থিতি বিবেচনা করে এবং কোচের প্রতি বিশ্বাস হারিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, আমি পোল্যান্ড জাতীয় দলের হয়ে আর খেলব না।'

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি এখনই টেনে দিচ্ছেন না বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই ফরোয়ার্ড। ভবিষ্যতে ফেরার সম্ভাবনার দ্বার খোলা রেখে দিয়েছেন তিনি।

ভক্তদের উদ্দেশে লেভানদোভস্কি আরও লিখেছেন, 'আমি আশা করি, আবারও একদিন বিশ্বের সেরা ভক্তদের সামনে খেলার সুযোগ পাব।'

বর্তমানে পোল্যান্ড জাতীয় দলের স্কোয়াডে নেই লেভানদোভস্কি। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার হয়ে দীর্ঘ একটি মৌসুম শেষে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকায় তিনি অনুপস্থিত রয়েছেন।

প্রোবিয়েরজ ২০২৩ সাল থেকে পোল্যান্ডের কোচের দায়িত্বে রয়েছেন। তার অধীনেই দলটি ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। তবে একটি ম্যাচও জিততে না পেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল তারা।

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

22m ago