বগুড়া

সাজাপ্রাপ্ত পলাতক আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

স্টার অনলাইন গ্রাফিক্স
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়া সদর উপজেলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আজ রোববার সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—এটিএসআই জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই পুলিশ সদস্য বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উপশহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা হঠাৎ খবর পাই যে সাজাপ্রাপ্ত মাদক চোরাকারবারি মুরাদুন্নবী নিশান শিকারপুর পূর্ব পাড়া গ্রামে তার নিজ বাড়িতে রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খবর পেয়ে কনস্টেবল মানিকুজ্জামানকে নিয়ে তাকে গ্রেপ্তার করতে যান জাহাঙ্গীর আলম।'

তিনি বলেন, 'নিশানের বাড়ি গিয়ে তাকে থানায় যাওয়ার কথা বললে তিনি কাপড় পরার কথা বলে বাড়ির ভেতরে যান। এ সময় নিশানের স্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে নিশান ঘর থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলমের পেটে ও মানিকুজ্জামানের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।'

স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করতে সাহায্য করেছে বলেও জানান ওসি।

তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বগুড়া সদর থানার ওসি হাসান বশির দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং বেশ কয়েকবার রক্ত দিতে হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।'

ওসি হাসান বশির বলেন, 'নিশানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।'

Comments

The Daily Star  | English

Trump slaps allies Japan, South Korea with 25% tariffs

In near-identically worded letters to the Japanese and South Korean leaders, Trump said the tariffs would apply from August 1

58m ago