গল টেস্ট

প্রথম সেশনে তিন উইকেট হারালো বাংলাদেশ

Anamul Haque Bijoy
১০ বলে ০ করে আউট করে ফেরেন এনামুল হক বিজয়

কাঙ্খিত টস জিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চাশ রানের ভেতর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম মিলে সামাল দিচ্ছেন সেই পরিস্থিতি।

গলে প্রথম টেস্টের প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৯০ রান তুলেছে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে লাঞ্চ  বিরতিতে যাওয়া শান্ত ২৫ ও মুশফিক ২০ রান নিয়ে ক্রিজে আছেন।

মেহেদী হাসান মিরাজ থাকলে হয়ত এনামুল হক বিজয়ের খেলাই হতো না। নাজমুল হোসেন শান্ত উঠে আসতেন ওপেনিংয়ে। বাড়তি পাওয়া সুযোগটা একদম কাজে লাগাতে পারেননি বিজয়। ১০ বল খেলে কোন রান করতে পারেননি, আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে।

পঞ্চম ওভারে আসিতা ফার্নেন্দোর বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন ডানহাতি ওপেনার। তিনে নেমে মুমিনুল হক সচল রাখেন রানের চাকা। আরেক পাশে সাদমান ইসলাম ধুঁকছিলেন। খোলসবন্দি থেকে মন্থর করছিলেন চলার গতি।

এই দুজনকে আলগা করতে ৮ম ওভারেই স্পিনার ডাকেন ধনঞ্জয়া। অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে শুরু থেকেই ভোগাতে থাকেন। পরে দুজনকেই ফেরান তিনি। দুজনেই থারিন্দুর বলে ক্যাচ দেন স্লিপে। সাদমান ৫৩ বলে করেন ১৪ রান।

মুমিনুল ২১ রানে একবার স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও ২৯ রানে আর রক্ষা পাননি। দ্বিতীয় দফায় তার ক্যাচ নেন্ ধনঞ্জয়া।

৪৫ রানে ৩ উইকেট পড়ার পর প্রতিরোধ গড়েন শান্ত-মুশফিক। সাবলীল ব্যাটিংয়ে সেশনের বাকিটা সময় পার করে দেন তারা।

Comments

The Daily Star  | English

Promises on paper, pollution in reality

Environment Adviser Syeda Rizwana Hasan’s admission of failure to stop rampant stone extraction in Sylhet’s Jaflong may be honest, but it highlights her glaring limitations as an administrator.

9h ago