ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৫৮৫, দাবি মানবাধিকার সংস্থার

তেহরানের শহরতলীতে ইসরায়েলি হামলায় আহতদের সেবা দেওয়া হচ্ছে। ছবি: এএফপি
তেহরানের শহরতলীতে ইসরায়েলি হামলায় আহতদের সেবা দেওয়া হচ্ছে। ছবি: এএফপি

টানা ছয় দিন ধরে চলছে ইসরায়েল-ইরানের সংঘাত। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এসব হামলায় নিহতের সংখ্যা ২২৪। তবে একটি মানবাধিকার সংস্থার দাবি, নিহতের সংখ্যা এর দ্বিগুণেরও বেশি।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা এপি। 

ওয়াশিংটন ডিসি ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে ইসরায়েলি হামলায় ইরানজুড়ে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন মানুষ। পাশাপাশি আহত হয়েছেন আরও এক হাজার ৩২৬।

সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক ও ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইরানের দেওয়ার সর্বশেষ তথ্য মতে নিহতের সংখ্যা ২২৪ ও আহতের সংখ্যা এক হাজার ২৭৭। তবে সোমবারের পর হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি তেহরান।

২০২২ সালে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলন দমন-পীড়নের মাধ্যমে নিরসন করে ইরানের সরকার। সে সময়ও হতাহতের নিখুঁত তথ্য প্রকাশ করেছিল এই মানবাধিকার সংস্থাটি।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হতাহতের সংখ্যা চিহ্নিত করার ক্ষেত্রে ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্যের সঙ্গে তাদের নিজেদের তৈরি করা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করে থাকে।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

4h ago