১২ মাসে ১২টি সুপারহিট সিনেমা হলেই ইন্ডাস্ট্রি বদলে যাবে: মিশা সওদাগর

মিশা সওদাগর, ছবি: শাহরিয়ার কবির হিমেল

টানা ৩৬ বছর ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর। খলনায়ক হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছেন। রেকর্ড সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত 'এশা মার্ডার' মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বর্তমানে আমেরিকায় আছেন মিশা সওদাগর। মুঠোফোনে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

দ্য ডেইলি স্টার: আলোচিত 'বরবাদ' সিনেমায় আপনি শাকিব খানের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। অভিজ্ঞতা বা সাড়া কেমন?

মিশা সওদাগর: শাকিব খান ও আমি একসঙ্গে অনেক সিনেমা করেছি। কিন্তু কোনো সিনেমায় তার বাবার চরিত্র করিনি। কেবলমাত্র 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছি। এটি ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। কেননা, দর্শকরা কীভাবে নেবেন বিষয়টি, তা নিয়ে ভাবছিলাম। শেষ পর্যন্ত সবাই ভালোভাবে নিয়েছেন।

ডেইলি স্টার: অনেকেই বলছেন 'বরবাদ' সিনেমায় আপনি সেরা অভিনয় করে গেছেন...

মিশা সওদাগর: এটা আমি বলতে পারব না। আপনারা বলবেন। দর্শকরা বলবেন। চলচ্চিত্র সমালোচকরা বলবেন। তবে, অমি চেষ্টা করেছি। মুক্তির পর অনেকেই প্রশংসা করেছেন। যারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন, ভালোবাসায় সিক্ত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।

ডেইলি স্টার: নায়ক শাকিব খানকে নিয়ে আপনার ভাবনা বা মন্তব্য কী?

মিশা সওদাগর: শাকিব খান অলরাউন্ডার, নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। তিনি একজন সৌভাগ্যবান অভিনেতা। তুমুলভাবে সফল হওয়ার পরও সাধনা চালিয়ে যাচ্ছেন। এখনো অভিনয় নিয়ে যথেষ্ট সাধনা করেন। কেউ কেউ আছেন সফল হওয়ার পর সাধনা ছেড়ে দেয়। কিন্তু এখানে শাকিব ভিন্ন।

misha sawdagar
অভিনেতা মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

ডেইলি স্টার: এদেশের সিনেমার ব্যবসা এখন ঈদকেন্দ্রিক হয়ে গেছে। এটাকে কীভাবে দেখেন?

মিশা সওদাগর: দেখুন, একজন চাকরিজীবী বছরে দুই ঈদে বোনাস পান। বাকি ১২ মাস কিন্তু তাকে বেতন পেতে হয়। বেতন না পেলে সংসার চলবে কেমন করে? এখন কথা হচ্ছে, দুই ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং কোনো কোনো সিনেমা ভালো চলছে, কোনোটি ভালো ব্যবসাও করছে। ঈদের সময়ের কয়েকটি সিনেমা আলোচনায়ও থাকছে। বাকি মাসগুলোর খবর কী? প্রতি মাসে একটি কিংবা দুটি হিট সিনেমা লাগবে। আমি মনে করি, ১২ মাসে ১২টি সুপারহিট সিনেমা লাগবে। ইন্ডাস্ট্রি বদলে যাবে। এটি খুব দরকার। তাহলে সিনেমা ঘুরে দাঁড়াবে। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। প্রযোজক বাঁচবে।

ডেইলি স্টার: ৩৬ বছরের অভিজ্ঞতায় কী বলে?

মিশা সওদাগর: আমাদের দেশে শত শত হল ছিল। আমি বলব, অসংখ্য হল ছিল। এখন নেই। আগের মতো সিনেমা হচ্ছে না। প্রযোজক কমে গেছে। ভালো ভালো নির্মাতা কমে গেছে। একজন রায়হান রাফী আছেন, কিন্তু আরও বেশকজন এরকম পরিচালক দরকার। একজন শাকিব খান আছেন, মিশা সওদাগর আছেন, আরও শিল্পী দরকার। 'বরবাদ', 'তাণ্ডব' মুক্তি পেয়েছে। এরকম আরও সিনেমা দরকার। আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে নিয়মিত ভালো ভালো সিনেমা মুক্তি পেতে হবে।

ডেইলি স্টার: শোনা যাচ্ছে, 'তাণ্ডব' সিনেমায় আপনার অভিনয় করার কথা ছিল?

মিশা সওদাগর: ঠিকই বলেছেন। কিন্তু শিডিউল বের করতে পারিনি। আগে থেকে শিডিউল দেওয়া ছিল। তাই করতে পারিনি। 'তাণ্ডব' সিনেমার পরিচালক ও পুরো টিমের প্রতি ভালোবাসা আছে। মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্যই শুভ কামনা।

ডেইলি স্টার: ঈদে তো আপনার অভিনীত 'এশা মার্ডার' মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

মিশা সওদাগর: হ্যাঁ। 'এশা মার্ডার' ভিন্ন ও ভালো গল্পের সিনেমা। আমার চরিত্রটিও অন্যরকম। খবর নিয়েছি, দিন দিন সিনেমাটির দর্শক বাড়ছে।

ডেইলি স্টার: দেশের সিনেমা এখন আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন?

মিশা সওদাগর: এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। কিন্তু সবার আগে দেশের সিনেমা হলগুলোতে হাউসফুল হতে হবে। হল ঠিক করতে হবে। সিনেপ্লেক্স ভালো। কিন্তু সিঙ্গেল স্ক্রিনের অবস্থা ভালো করতে হবে। এত কোটি মানুষের দেশ। বিদেশে মুক্তি পাচ্ছে ঠিক আছে। কিন্তু বিদেশের আগে দেশের দর্শককে ধরতে হবে। আমাদের অনেক দর্শক আছে, তাদের কাছে পৌঁছাতে হবে। এজন্য দরকার ভালো সিনেমা, ভালো হল।

Comments

The Daily Star  | English
Pipeline to Carry Diesel to Dhaka From Ctg

Pipeline ready to carry fuel from Ctg to Dhaka

Chattogram-Dhaka fuel pipeline set for inauguration after successful trial runs

14h ago