২৪ ঘণ্টার মধ্যে কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে কঠোর হুঁশিয়ারি

কেএমপির সামনে বিক্ষোভ। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কেএমপি সদর দপ্তরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুলনায় খুনী লীগের রক্ষাকর্তা হয়ে উঠেছেন কেএমপি কমিশনার। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ঘরেও ফিরব না। খুলনার মানুষ আর এক মুহূর্তের জন্য জুলফিকার আলী হায়দারকে কেএমপির কমিশনারের চেয়ারে দেখতে চায় না।

সাজিদুল আরও বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আল্টিমেটাম দিতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পুলিশ কমিশনারকে সরিয়ে দিন। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সুরাহা করা না হলে শনিবার দুপুর ১২টা থেকে খুলনা অচল করে দেওয়া হবে।

এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত কাউকেই মাঠ ছেড়ে না যাওয়ার অনুরোধ জানান তিনি। এরপর আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, রাত ঠিক পৌনে ৯টার দিকে কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকের তালা খুলে ফেলেন পুলিশ সদস্যরা।

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

Now