রাজশাহীতে এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী পদত্যাগ করেছেন। অন্যদিকে একজন যুগ্ম সমন্বয়কারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারী মো. রাশিদুল ইসলাম গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন।

একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভভ হয়নি।

এদিকে, কেন্দ্রীয় কমিটি শুক্রবার এক চিঠিতে রাজশাহী জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সাজু 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ' করেছেন। পাশাপাশি তকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাজুর দাবি, আওয়ামী লীগের কিছু ব্যক্তিকে এনসিপিতে পুনর্বাসনের ঘটনার বিরোধিতা করায় তাকে এই অবস্থার শিকার হতে হয়েছে। 

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজশাহী জেলা কমিটির সদস্য শামীমা সুলতানা মায়া ও ফিরোজ আলম আওয়ামী লীগপন্থী নেতাদের এনসিপিতে পুনর্বাসন করার চেষ্টা করছেন।'

'আমি এর প্রতিবাদ করায় ফিরোজ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরই কেন্দ্র থেকে নোটিশ আসে,' বলেন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে ফিরোজ আলম বলেন, 'কেন্দ্রের সঙ্গে কথা না বলে আমি মিডিয়াতে কিছু বলবো না।'

সাজু আরও দাবি করেন, সদ্য পদত্যাগ করা রাশিদুল ইসলামও একই বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছিলেন এবং কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।

'তিনি দলে আওয়ামী প্রভাবের বিরোধী ছিলেন এবং কেন্দ্রীয় কমিটি কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পদত্যাগ করেছেন,' বলেন এনসিপির এই নেতা।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

8h ago